• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২০৩০ সালে মঙ্গলে মানুষ পাঠাবে আমেরিকা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৬, ১৬:৩৬

২০৩০ সালে মঙ্গল গ্রহে মানুষ পাঠিয়ে নতুন ইতিহাস গড়তে চলেছে আমেরিকা। এ কথা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা এক নিবন্ধে বললেন এটি হবে বিরাট এক সাফল্য।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গল অভিযান নিয়ে ওবামার এ লেখা প্রকাশ করেছে।

লেখার শুরুতেই মহাকাশ জয় নিয়ে নিজের স্মৃতি তুলে ধরেন ওবামা।

লিখেছেন, শৈশবে নানার কাঁধে চড়ে মহাকাশচারীদের হাওয়াই দ্বীপে অবতরণ করতে দেখেছিলেন তিনি।

সেসব স্মৃতি এখনো তাঁর চেতনায় উজ্জ্বল হয়ে আছে জানিয়ে ওবামা বলেন, ‘মহাকাশ অভিযান আমেরিকার সীমানা ছাড়িয়ে যাবার কৌতূহলেরই বহিঃপ্রকাশ। তাঁর ভাষায়, ‘যা করা সম্ভব আমরা তা করি অন্য সবার আগে’।

এরই ধারাবাহিকতায় মহাকাশ জয়ে নানা পদক্ষেপ তুলে ধরেছেন ওবামা।

মঙ্গল জয়ে ২০৩০ সালে বিশাল একটি পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘২০৩০ সালে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনার মাধ্যমে মহাকাশ জয়ের মার্কিন অগ্রযাত্রায় আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ঠিক করেছি’।

মঙ্গল গ্রহে যুগান্তকারী অভিযান বিষয়ে গবেষণা ও পদক্ষেপ নেয়ার কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে কক্ষপথের বাধা পেরিয়ে যাওয়া। আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মহাকাশের আরও গভীরে দীর্ঘ অভিযান সুবিধার জন্য মহাকাশচারীদের বাসস্থান ও পরিবহন প্রকল্প নিয়ে বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে কাজ করছি আমরা’।

এপি/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh