• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মোস্ট ওয়ান্টেড তালিকায় সাদ্দামের মেয়ের নাম

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১২

ইরাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদের নাম অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার। ওই তালিকায় মোট ৬০ জনের নাম রয়েছে। মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ব্যক্তিদের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ইরাক সরকার সন্দেহ করছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা।

ইরাক সরকারের করা মোস্ট ওয়ান্টেড তালিকাটি দেখেছে এএফপি। সেখানে সাদ্দামের বড় মেয়ের নাম রয়েছে বলে নিশ্চিত করেছে তারা। রাঘাদ বর্তমানে জর্ডানে রয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে চার ভারতীয় সেনা নিহত
--------------------------------------------------------

আইএসের ২৮ জন, আল কায়েদার ১২ জন ও বাথ পার্টির ২০ সন্দেহভাজনকে এ তালিকায় অন্তর্ভুক্ত করেছে বাগদাদ সরকার। নিজেদের সংগঠনে এসব সদস্যদের ভূমিকা, অপরাধের সংশ্লিষ্টতাসহ বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। তালিকায় থাকা একজন ছাড়া বাকি সবাই ইরাকি নাগরিক। শুধুমাত্র মান বাসুর নামের একজন লেবাননের নাগরিক।