• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের মনোনয়ন প্রত্যাহারে ওবামার পরামর্শ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৬, ১৪:৪৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন প্রত্যাহারের জন্য পরামর্শ দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার নর্থ ক্যারোলিনার গ্রীনসবোরোতে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে সমাবেশে এ পরামর্শ দেন ওবামা।

তিনি বলেন, আপনারা তাকে অপছন্দ করছেন, অসম্মতি জানাচ্ছেন। আবার হোয়াইট হাউজের পথে তাকেই সমর্থন জানাচ্ছেন।

জনগণের উদ্দেশ্যে ওবামা বলেন, তারা (রিপাবলিকানরা) এখনও ভাবেন তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।

ওবামা আরো বলেন, ট্রাম্প নারীদের নিয়ে যে মন্তব্য ও বাজে কথা বলেছেন, এসব কথা বলে মুদি দোকানের কাজটাও করতে পারবেন না। এসময় ট্রাম্পের হাউজ স্পীকার পল রায়ানকে তিরষ্কার করার কথা উল্লেখ করেন। তার মনোনয়ন বাতিলের জন্য রিপাবলিকান নেতাদের প্রতি ওবামা আহ্বান জানান।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh