• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৬

মিয়ানমার ও সিরিয়া সরকারের কাছে অস্ত্র বিক্রি করছে উত্তর কোরিয়া। পাশাপাশি দেশ দুটিতে কয়লা, লোহা ও স্টিল রপ্তানি করছে পিয়ংইয়ং। এসব পণ্য রপ্তানিতে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর এএফপির।

গত শুক্রবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, সিরিয়ার পরমাণু কর্মসূচি উন্নয়নে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সহায়তা করছে পিয়ংইয়ং। আর মিয়ানমারের সেনাবাহিনীকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে তারা।

ওই প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা প্রায় সব পণ্যই উত্তর কোরিয়া রপ্তানি করেছে। ওই সব পণ্য রপ্তানি থেকে দেশটি ২০১৭ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব আদায় করেছে ২০ কোটি মার্কিন ডলার।

--------------------------------------------------------
আরও পড়ুন: আইফোন-৮ এর বদলে সাবান!
--------------------------------------------------------

সেখানে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করেই অন্য দেশের পরিচয় ব্যবহার করে ব্যবসা করেছে উত্তর কোরিয়া।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ায় পেট্রোলিয়াম জাতীয় পদার্থ সরবরাহে বেশ কিছু বেনামী বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামে কয়লা রপ্তানি করেছে উত্তর কোরিয়া। আর এক্ষেত্রে ভুয়া কাগজপত্রে কয়লা উৎপাদনকারী দেশ হিসেবে রাশিয়া ও চীনের নাম ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমার ও সিরিয়া সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
X
Fresh