• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি জোটের হামলায় ৬৮ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৬

সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে ৬৮ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ শিশু। জোটের হামলায় গেলো বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে এই হতাহতের ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক অফিসের এক গোপন তথ্যের ভিত্তিতে খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জোট প্রতিদিন গড়ে কমপক্ষে ২০টি হামলা চালিয়েছে। কিছু হামলার লক্ষ্যবস্তু ছিল স্কুল ও ঘরবাড়ি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট অভিযান শুরু করে। ২০১৪ সালে রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন অংশ হুথিদের দখলে চলে যাওয়ার পর এই অভিযান শুরু হয়।

জোট প্রথম দিকে শুধু বিমান হামলা চালাতো। তবে পরে নৌ অবরোধ আরোপ ও ইয়েমেনে স্থলবাহিনী মোতায়েন করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো মেক্সিকোর!
--------------------------------------------------------

তারা বলছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির সরকারে অনুরোধে তারা এই হুথিবিরোধী অভিযান চালাচ্ছে।

তবে সৌদি জোটের পাশাপাশি হুথি বিদ্রোহীদের দিকেও আঙুল তুলেছে জাতিসংঘ। সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে, ওইসময় হুথিদের হামলায় ১৮ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৯ শিশু।

সানায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র সাবিয়া মানতু বলেছেন, ইয়েমেনে কয়েক হাজার মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, শুধু শিশুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এসব হামলায় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইয়েমেনের প্রায় ৭৫ শতাংশ মানুষ এসব হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাবালকেরা সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারবে না
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
X
Fresh