• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি হত্যায় ব্রিটিশ নাগরিক দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২২

লন্ডনের মসজিদে হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মাকরাম আলীকে হত্যা মামলায় ব্রিটিশ নাগরিক ড্যারেন ওসবর্নকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার যুক্তরাজ্যের একটি আদালত এই রায় দেন। তবে এখনও তার সাজা ঘোষণা করা হয়নি। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান।

২০১৭ সালের ১৯ জুন উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় ওসবর্ন একটি মসজিদের সামনে দাঁড়ানো কয়েকজন মানুষের উপর গাড়ি চালিয়ে হামলা চালায়। এতে ৫১ বছরের মাকরাম আলী নিহত হন। এ সময় অন্যদেরও হত্যার চেষ্টা করে ওয়েলসের রাজধানী কার্ডিফের বাসিন্দা ওসবর্ন। কর্মসংস্থানহীন ওসবর্ন আদালতে দোষ স্বীকার করেনি।

--------------------------------------------------------
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ফ্রান্সে নিহত ৫
--------------------------------------------------------

লন্ডনের উলউইচ ক্রাউন আদালতে ওসবর্ন দাবি করে, হামলার একেবারে শেষ মুহূর্তে ডেভ নামের এক ব্যক্তি গাড়ির চালকের আসনে ছিল। কিন্তু প্রত্যক্ষদর্শীরা ওসবর্নকে বলতে শুনেন, আমি আমার দায়িত্বপালন করেছি। এখন আপনারা আমাকে হত্যা করতে পারেন।

রায় ঘোষণার আগে জুরি বোর্ডের আটজন নারী ও চার জন পুরুষ সদস্য প্রায় এক ঘণ্টা নিজেদের মধ্যে আলোচনা করেন। পরে তারা ওসবর্নকে দোষী সাব্যস্ত করেন।

উল্লেখ্য, হামলায় নিহত মাকরাম আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সরুয়ালায়।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
X
Fresh