• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৫

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আর্মি’স স্কুল অব লাইট অ্যাভিয়েশনের(ইএএলএটি) দুটি হেলিকপ্টারের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় পর্যটন নগর সেন্ট-ত্রোপেজ থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমের ছোট শহর ক্যাব্যাস ও কারকেসের মধ্যবর্তী একটি বনভূমিতে এই সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, একটি হেলিকপ্টারে তিনজন এবং আরেকটিতে দুইজন ছিলেন যাদের কেউ বেঁচে নেই। জায়গাটি বসতিহীন বলে মাটিতে থাকা কেউ আহত হননি।

স্থানীয় প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ষষ্ঠ আরোহীকে খুঁজে পেতে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

২০ সেনা সদস্য এবং ৩০ পুলিশ কর্মকর্তাসহ দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। বিক্ষিপ্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকায় জায়গাটি ঘিরে রাখা হয়েছে।

ওই অঞ্চলের শীর্ষ সরকারি কর্মকর্তা জ্যাঁ লুক ভিডেলেইন স্থানীয় টেলিভিশনে বলেছেন, সংঘর্ষের কারণ এখনও অস্পষ্ট।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কাজ করা ফরাসি সেনাবাহিনীর ইএএলএটি ট্রেনিং স্কুলের সঙ্গে যোগ দিয়েছে জার্মান ও স্প্যানিশ সেনাবাহিনীর পাইলট ও ৮০টিরও বেশি বিমান।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজে প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

কেএইচ/পি/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh