• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রাজিলে পীতজ্বরে ৫৩ জনের মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪১

ব্রাজিলে দুই বছর ধরে ইয়োলো ফিভার বা পীতজ্বর যেন ঝেঁকে বসেছে। তবে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে পরিস্থিতি আরও খারাপ। গেলো বছরের জুলাই থেকে নতুন করে পীতজ্বরের প্রাদুর্ভাব ঘটে ব্রাজিলে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেলো বছরের ১ জুলাই থেকে নতুন করে পীতজ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পীতজ্বরে আক্রান্ত হবার সংখ্যা বেড়েছে। তারা বলছে, ১ জুলাই ২০১৭ থেকে ১৪ জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৩৫ জন পীতজ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। সংস্থাটি বলছে, তারা আরও ১৪৫টি সম্ভাব্য রিপোর্ট খতিয়ে দেখছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

হু বলছে, ওই সপ্তাহগুলোতে পীতজ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা তিনগুণ বেড়েছে। এর কারণ হিসেবে তারা বলছে, সাও পাওলো, রিও ডি জেনেইরো ও মিনাস গেরেইসে নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে।