• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জাপানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩০

জাপানের উত্তরাঞ্চলীয় সাপ্পোরো এলাকায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে পুলিশ। খবর শিনহুয়ার।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই ভবনটিতে মোট ১৬ জন বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন। তারা জানাচ্ছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৪০ মিনিটে তিনতলা ওই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে দমকল বাহিনী। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি জানার চেষ্টা করছে পুলিশ ও দমকল বাহিনী।

পুলিশ জানাচ্ছে, ওই অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানটির কর্মচারীরা ভবনটিতে ছিলেন না। তারা জানাচ্ছে, ওই প্রতিষ্ঠানটির কর্মচারীরা সাধারণত রাতে সেখানে থাকেন না।

হোমলেস সাপোর্ট হোক্কাইডো নেটওয়ার্ক নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান এই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করে থাকে। এই ভবনটি আগে একটি হোটেল হিসেবে ব্যবহৃত হতো।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে বলছে, স্থানীয় সময় বুধবার রাতে প্রত্যক্ষদর্শীরা ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখেছেন।

এদিকে অন্যান্য গণমাধ্যম অন্য প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, ভবনটিতে আগুন ধরে যাওয়ার আগে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পেয়েছেন তারা।

অন্যদিকে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
X
Fresh