• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জিকা ছড়াবে এশিয়াজুড়ে!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ অক্টোবর ২০১৬, ১২:১৬

মশাবাহিত জিকা ভাইরাসের ঝুঁকিতে আছে পুরো এশিয়া। এমনটাই জানিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ফিলিপিন্সের ম্যানিলায় সংস্থাটির বার্ষিক সভায় এ সতর্কবার্তা দেয়া হয়।

জিকা ভাইরাস সংক্রমণ হওয়া বিশ্বের ৭০টি দেশের মধ্যে ১৯টিই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সিঙ্গাপুরে কয়েকশ’ মানুষের দেহে জিকা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। থাইল্যান্ডে জিকা সংক্রমণের কারণে অপুষ্ট মাথা নিয়ে জন্ম নিয়েছে দু’ শিশু।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চান বললেন, বিজ্ঞানীরা এ ভাইরাসকে ঠেকানোর পথ খুঁজছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা এখনো অনেক জটিল প্রশ্নের উত্তর জানতে পারেননি।

জিকা ভাইরাস প্রাণঘাতী রোগ নয়। তবে গর্ভবতী নারী এ ভাইরাসে আক্রান্ত হলে তার সন্তান মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হতে পারে। এতে শিশুর মস্তিষ্ক স্বাভাবিকের থেকে ছোট হওয়ার সম্ভবনা থাকে।

গেলো বছর ব্রাজিল ও পাশের দেশগুলোতে জিকার প্রাদুর্ভাব দেখা দেয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে জিকার কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এফএস/ ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh