• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কী বললেন তারা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ অক্টোবর ২০১৬, ১৬:৩৬

দ্বিতীয় দফা বিতর্কে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে ফের জয়ী হলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) মিজৌরির সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দু’প্রার্থীর মধ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে নানা বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু’জনের মধ্যে।

যা বললেন ট্রাম্প

  • আমি নির্বাচনে জিতলে আইনজীবী নিয়োগ দেব- হিলারির ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়টি তদন্তের জন্য। এর জন্য হিলারিকে জেলেও যেতে হতে পারে।
  • পুতিন কে? আমি পুতিনকে চিনি না। আমি রাশিয়া সম্পর্কে কিছু জানি না।
  • ২০০৫ সালের ঘটনায় আমি গর্বিত নই। এর জন্য আমি আমার পরিবার এবং দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছি।
  • বিল ক্লিনটন নারীদের অবমাননা করেছেন। এ ব্যাপারে হিলারি স্বামীকে প্ররোচিত করেছেন। এবং আরো ভয়ংকরভাবে নারীদের আক্রমণ করেছেন।
  • হিলারি দেশের জনগণের কর বাড়িয়ে দিতে চান। আমি হিলারির বন্ধু কোটিপতি ওয়ারেন বাফেটের চেয়ে কোটি কোটি ডলার বেশি কর পরিশোধ করেছি।
  • হিলারি দুষ্টু প্রকৃতির। অনবরত মিথ্যা বলেন।

হিলারি যা বললেন

  • ট্রাম্পের বক্তব্যে আমি বিস্মিত নই। ট্রাম্পের মতো একজন মানুষ আমাদের দেশের সর্বময় কর্তা হতে পারেন না।
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনে প্রভাব ফেলতে চেষ্টা করছেন। মার্কিন সরকারের তথ্য হ্যাকিংয়ের পেছনে রয়েছে রাশিয়া।
  • নারীদের অবমাননা করে ট্রাম্প প্রমাণ করেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার যোগ্য নন। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
  • আমি আমার বন্ধু মিশেল ওবামার একটি কথা প্রায়ই স্মরণ করি। তা হচ্ছে-‘অন্যদের তুলনায় চিন্তা ভাবনায় এগিয়ে থাকা চাই’।
  • নিশ্চয়ই আমার সঙ্গে সবাই একমত হবেন- ফাঁস হওয়া ভিডিওটিই জানান দিচ্ছে, ট্রাম্প আসলে কে?

এফএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh