• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘যতটা সম্ভব মুসলিম হত্যা করতে চেয়েছি’

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জানুয়ারি ২০১৮, ২৩:২০

যতটা সম্ভব মুসলিম হত্যা করতে চেয়েছি বলে বক্তব্য দিয়েছেন উত্তর লন্ডনের ফিন্সবারি পার্কের মসজিদের পাশে মুসল্লিদের ওপর হামলাকারী ড্যারেন অসবোর্ন।

আদালতে তিনি একথা বলেন বলে সোমবার রাতে বিবিসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

ড্যারেন অসবোর্ন জানান, সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। তাই মুসলিমদের লক্ষ্য করে এ হামলা চালান।

গত বছরের ১৯ জুন অসবোর্ন ভ্যান চালিয়ে লুটন থেকে লন্ডনে আসেন। অনেক মুসলিম রোজা শেষে নামাজ পড়ছিলেন। তখন সাদা রংয়ের একটি ভ্যান চালিয়ে অসবোর্ন দ্রুতবেগে রাস্তা থেকে ফুটপাথের লোকজনের ওপর হামলা করেন।

এই হামলায় মাকরাম আলী নামের এক ব্যক্তি নিহত হন। এছাড়া আহত হন ১০ জন। খালিদ আমিন নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় হামলাকারী ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, আমি সব মুসলিমকে হত্যা করতে চাই।

৪৮ বছর বয়সী এই হামলাকারীকে আটক করে সাধারণ জনতা। পরে পুলিশের কাছে তুলে দেয়। প্রথমে পুলিশ তাকে হাসপাতালে নেয় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য। পরে তাকে হাজতে নেয়া হয়।

অসবোর্নের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। পুলিশ তার ভ্যান থেকে একটি চিরকুট উদ্ধার করে, যাতে মুসলিমদের বিরুদ্ধে নানা ধরনের গালাগাল করা হয়েছে।

আরও পড়ুন

কে/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh