• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিমান থেকে পড়ল মানব মলমূত্রের বরফখণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জানুয়ারি ২০১৮, ২১:৪৮

একটি গ্রামের ওপর দিয়ে উড়ে যাবার সময় বিমান থেকে পড়ে যায় যাত্রীদের মলমূত্র জমে যাওয়া বরফখণ্ড। ওজন প্রায় ১২ কেজি। গ্রামটির বাসিন্দারা প্রথমে ভাবে, এটা ভিনগ্রহ থেকে আসা কোনো বস্তু। এখানেই শেষ নয়। এর কিছু অংশ অনেকেই বাড়িতে নিয়ে ফ্রিজে রাখে বলেও জানা গেছে।

ভারতের হরিয়ানা রাজ্যের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে বলে খবর প্রচার করে বিবিসি।

একজন সিনিয়র পাইলট জানান, বিমানে মানব বর্জ্য একটি বিশেষ ট্যাংকে জমা হয় ও সাধারণত অবতরণের পরে সেগুলো সরিয়ে নেয়া হয়। আকাশে মলমূত্র নিক্ষেপ খুবই বিরল ঘটনা।

তিনি জানান, কখনো জরুরি অবস্থায় জ্বালানি ট্যাংক খালি করতে হয়। কখনো বর্জ্যের পরিমাণ বেশি হয়ে গেলে বরফ আকারে সেটি আকাশে নিক্ষিপ্ত হয়। এগুলোকে ‘ব্লু আইস’ বলা হয়।

তিনি আরও জানান, কখনো গন্ধ ও পরিমাণ কমাতে বর্জ্যগুলোর সঙ্গে সংযুক্ত করা কেমিক্যালের কারণে এটি বরফ হয়ে যায়। বিমান থেকে ‘ব্লু আইস’ নিক্ষিপ্ত হবার ঘটনা খুবই বিরল। তবে একেবারেই যে হয় না, তা নয়।

ভারতের আকাশে বিমান থেকে মলমূত্র নিক্ষেপ করলে ৫০ হাজার রূপি জরিমানার বিধান জারি করেছে দেশটির পরিবেশ আদালত। আবাসিক এলাকায় বিমান থেকে, মানব মলমূত্র নিক্ষেপ করার এক পিটিশনের ভিত্তিতে এই রায় দিয়েছেন আদালত।

আরও পড়ুন

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
X
Fresh