• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় বিতর্কে মুখোমুখি হিলারি-ট্রাম্প

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ১০ অক্টোবর ২০১৬, ০৮:৪৮

দ্বিতীয় দফা বিতর্কে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) মিজৌরির সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দু’প্রার্থীর মধ্যে পূর্বনির্ধারিত এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

প্রথম দফা বিতর্কে হিলারির কাছে ব্যাপক ব্যবধানে হেরে যান ট্রাম্প। তাই আজকের বিতর্ককে ট্রাম্পের বাঁচা-মরার লড়াই বলছেন অনেকে।

সে সঙ্গে অডিও টেপ ফাঁসের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে রিপাবলিকান এ প্রার্থীর বিরুদ্ধে। অনেকেই তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প।

সিএনএনসহ অধিকাংশ মার্কিন টিভি নেটওয়ার্ক ও ইন্টারনেটে সরাসরি সম্প্রচারিত হয়েছে বিতর্ক।



এফএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh