• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লাতিন আমেরিকায় নারী নিপীড়ন বেশি : পোপ

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি ২০১৮, ১৮:৩২

লাতিন আমেরিকায় নারীদের ওপর সহিংসতার ঘটনা মহামারীর আকার ধারণ করেছে। শনিবার পেরু সফরে গিয়ে এমন মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। খবর বিবিসি।

লাতিন আমেরিকায় এ ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পোপ।

দক্ষিণ আমেরিকা সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার চিলি থেকে পেরুতে পৌঁছান পোপ ফ্রান্সিস। ২০ জানুয়ারি শনিবার পেরুর উত্তরাঞ্চলীয় শহর ট্রুজিলোতে সমাবেশ করেন তিনি। সেখানে লাতিন আমেরিকান নারীদের ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ জানান পোপ।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারতে লোকসংগীতশিল্পীকে গলাকেটে হত্যা
--------------------------------------------------------

পোপ ফ্রান্সিস বলেন, ‘লাতিন আমেরিকান অঞ্চলে ছড়িয়ে পড়া এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। মারধর, ধর্ষণ ও হত্যাসহ নারীদের বিরুদ্ধে অগণিত সহিংসতার ঘটনা ঘটছে এখানে।’

পোপ আরো বলেন, ‘অনেক সহিংসতার ঘটনা আছে যা অনেকগুলো দেয়ালের আড়ালে চাপা পড়ে যায়। আইন প্রণয়ন এবং সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যানের সংস্কৃতি গড়ে তোলাসহ এই ভোগান্তির উৎসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, জাতিসংঘের হিসাব অনুযায়ী, নারী হত্যার সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ২৫টি দেশের মধ্যে অর্ধেকই লাতিন আমেরিকান।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
X
Fresh