• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্ধ হয়ে গেলো যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জানুয়ারি ২০১৮, ১২:০১

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন একটি ব্যয় বাজেটের ব্যাপারে সিনেট একমত হতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটিতে বন্ধ হয়ে গেছে সব ধরনের সরকারি কার্যক্রম। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তবে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্রেট সিনেটররা একমত হতে ব্যর্থ হন।

শেষ মুহূর্তে দ্বিদলীয় ওই বৈঠকে প্রয়োজনীয় সংখ্যক ৬০ ভোট পড়েনি। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি অফিসগুলোর অর্থায়নের বিষয়ে ওই বিলটি উত্থাপন করা হয়েছিল।

এর আগে ২০১৩ সালে এ ধরনের ঘটনা ঘটেছিল। তখন অর্থাভাবে ১৬ দিন সরকারি কার্যক্রম বন্ধ ছিল।