• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মেক্সিকোয় গণকবর থেকে ৩২ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৭:৩৯

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে একটি গণকবর থেকে ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর প্রেস টিভি।

স্থানীয় প্রসিকিউশন অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে গ্রামীণ এলাকায় একটি কলা বাগানের অদূরে শনিবার প্রথম গণকবরটি সনাক্ত করা হয়। সেখানে নয়টি লাশ ছিল।

সূত্রটি জানিয়েছে, এছাড়া পাশেই অপর দুটি গণকবর সনাক্ত করা হয়েছে। এসব কবরের লাশ প্রায় সম্পূর্ণই পচে গেছে।

পরে একই অফিসের অপর সূত্র থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত গণকবর থেকে ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালে দেশটির জিতলালার পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল ৩২টি লাশ। ওই লাশগুলোর মধ্যে ৩১টি পুরুষের এবং একটি নারীর ছিল। কাকতালীয়ভাবে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় এক কবরেই মিলল ১৮০ মরদেহ
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
X
Fresh