• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাপের ভয় দেখিয়ে কৌশলে স্ত্রীকে হত্যা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৬:৩১

পাহাড় থেকে ফেলে স্ত্রীকে হত্যার পর থানায় এসে স্বামী অভিযোগ করলেন সাপ দেখে ভয়ে পাহাড় থেকে পড়ে স্ত্রী মারা গেছেন।

এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নৈনিতালে।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত বছর নভেম্বর মাসে সাদ্দাম নামে একজন অভিযোগ করেন, নৈনিতালে ঘুরতে যাওয়ার সময় খাদ থেকে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার স্ত্রী তামান্নার। তিনি আরও বলেন, খাদের ধারে তামান্না দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি সাপকে দেখতে পান তার স্ত্রী। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদ থেকে পড়ে যান । কিন্তু তদন্তে নেমে ওই ব্যক্তির বক্তব্য নিয়ে প্রথম থেকেই সন্দেহ হয় পুলিশের।

পরে পুলিশ জানতে পারে, সেই সময় খাদের পাশে আদৌ কোনো সাপ ছিল না। তামান্না অসুস্থতবোধ করায় খাদের পাশে দাঁড়িয়েছিলেন। তখনই সাপ রয়েছে বলে চিৎকার করে তাকে ফেলে দেন তার স্বামী। এরপর থানায় এসে মিথ্যা অভিযোগ করেন তিনি।

সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ এনেছে তামান্নার দাদাও। তার অভিযোগ, খাদের ধারে নিয়ে গিয়ে তার বোনকে ফেলে দিয়েছে সাদ্দাম। গোটা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সাদ্দাম সাপের গল্পের ফন্দি এঁটেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ দেবে ইউএস-বাংলা, সাপ্তাহিক ছুটি ২ দিন
সাপ আতঙ্কে পুলিশ!
সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
X
Fresh