• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে কমেছে পর্যটক

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:২৯

বিশ্বের পর্যটনশিল্প যখন এগিয়ে যাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রে পর্যটক আসার সংখ্যা কমেছে প্রায় চার শতাংশ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) তথ্য মতে, গেলো বছর বৈশ্বিক পর্যটকদের ট্রিপের সংখ্যা বেড়েছে সাত শতাংশ।

এ নিয়ে দুই বছরে যুক্তরাষ্ট্রে পর্যটকের সংখ্যা কমলো ছয় শতাংশ। ফলে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্যটক আকর্ষক দেশ হয়ে উঠেছে স্পেন। গেলো বছর দেশটিতে আট কোটি ২০ লাখ পর্যটক ভ্রমণ করে। যা ২০১৬ সালের চেয়ে ৯ শতাংশ বেশি। যেখানে যুক্তরাষ্ট্রে সাত কোটি ৩০ লাখ পর্যটক গিয়েছিল।

তবে পর্যটকদের আকর্ষণীয় স্থান হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফ্রান্স। সেখানে ২০১৭ সালে পর্যটক সংখ্যা ছিল আট কোটি ৯০ লাখ। যা ২০১৬ সালের চেয়ে ৮ শতাংশ বেশি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারতে হজ ভর্তুকি তুলে নিলো সরকার
--------------------------------------------------------

পর্যটনশিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, ডলারের শক্তিশালী হওয়া ও অভিবাসন নীতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে পর্যটক সংখ্যা কমেছে।

যুক্তরাজ্য ও মেক্সিকো আকর্ষণীয় স্থান হয়ে ওঠা আর ভ্রমণের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে পর্যটক সংখ্যা কমেছে। এমন তথ্য জানিয়েছে পর্যটন নিয়ে বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইউরোমনিটর। এমনকি যুক্তরাষ্ট্রে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ডলার শক্তিশালী হয়ে ওঠাও পর্যটক কমে যাওয়ার আরেকটি কারণ।

বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে ২০১৭ সালের শুরুর দিকে ডলার শক্তিশালী হয়ে ওঠে। এর কারণে পর্যটকদের কাছে জনপ্রিয়তা হারায় মুদ্রাটি। যদিও বছরের শেষদিকে ডলার কিছু দুর্বল হয়ে যায়।

মার্কিন ট্রাভেল এসোসিয়েশন বলছে, গেলো সপ্তাহে পর্যটকদের মধ্যে খরচ কম করার প্রবণতা দেখা গেছে। এর ফলে গেলো বছরের প্রথম ১১ মাসে চারশ ৬০ কোটি ডলার ক্ষতি হয় যুক্তরাষ্ট্রের।

এদিকে যুক্তরাষ্ট্রের পর্যটনশিল্পে নিম্নমুখিতা দেখা গেলেও ইউরোপ অনেকটা ঘুরে দাঁড়াচ্ছে।

ইউএনডব্লিউটি বলছে, ২০১৬ সালের তুলনায় গেলো বছর ইউরোপে পর্যটকের পরিমাণ ৮ শতাংশ বেড়েছে।

দক্ষিণাঞ্চলীয় ইউরোপ ও ভূমধ্যসাগরীয় এলাকায় পর্যটক বেড়েছে ১৩ শতাংশ। এই সময়টাতে আমেরিকার প্রতিবেশী মেক্সিকোয় ১২ ও কানাডায় ৪ শতাংশ পর্যটক বৃদ্ধি পেয়েছে।

এদিকে ২০১৮ সালে বৈশ্বিক পর্যটন পূর্বাভাস আশা জাগানিয়া। সেখানে বলা হচ্ছে, চলতি বছর বিশ্বে পর্যটনশিল্পে ৪ থেকে ৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
X
Fresh