• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কখনোই পিছিয়ে যাবো না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৬, ০৯:৩৪

ডোনান্ড ট্রাম্পের ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেও খুব একটা কাজে আসেনি। প্রার্থিতা বাতিলের দাবিও উঠেছে রিপাবলিকান শিবিরে।

তবে নিজের জায়গায় অনড় এ প্রেসিডেন্ট প্রার্থী। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে কখনোই পিছিয়ে যাবেন না বলে জানিয়েছেন।

ট্রাম্প বললেন, প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে কখনোই সরে দাঁড়াবো না। কখনোই সমর্থকদের নত হতেও দেবো না।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি আরো বললেন, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই নেই। অবিশ্বাস্য রকম সমর্থন পাচ্ছি আমি।

গেল শুক্রবার ফাঁস হওয়া ২০০৫ সালের একটি অডিও টেপ নিয়ে বিতর্কে ট্রাম্প। অডিও টেপে শোনা যায়, টিভি উপস্থাপক বিলি বুশের সঙ্গে আলাপচারিতায় নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করছেন তিনি। এরপর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। রিপাবলিকান দলের শীর্ষ নেতারা নারীদের নিয়ে ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

রিপাবলিকান দলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বললেন, যথেষ্ট হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। তার সরে দাঁড়ানোই উচিত।

এ ব্যাপারে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, এমন কাউকে আমরা প্রেসিডেন্ট হতে দিতে পারি না।

ট্রাম্পের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) মাইক পেন্সও এতে ক্ষুব্ধ হয়েছেন।

এদিকে স্থানীয় সময় রোববার (বাংলাদেশ সময় সোমবার) দ্বিতীয় বিতর্কে মুখোমুখি হবেন হিলারি-ট্রাম্প।

এফএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh