• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আল-আকসা মসজিদ সংস্কারে বাধা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০১৮, ২২:৩০

ইসরায়েলের কর্মকর্তারা জেরুজালেমে আল-আকসা মসজিদে কোনো ধরনের সংস্কার কাজ চালানোর ব্যাপারে বাধা দিয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনের এক কর্মকর্তা এমন অভিযোগ জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি।

জর্ডান পরিচালিত ধর্মীয় অর্পিত সম্পত্তি (ওয়াক্‌ফ) কর্তৃপক্ষের একজন মুখপাত্র ফিরাস আল-দিব বলেছেন, ইসরায়েলি পুলিশ জোর করে আল-আকসা পুনর্সংস্কার কমিটির অফিসে ঢুকে যায়। পরে তারা সেখানে থাকা ইঞ্জিনিয়ারদের কোনো রকম মোজাইকের কাজ বা গম্বুজ সংস্কার না করতে সতর্ক করে দেয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ষাড় প্রতিযোগিতার জন্য বিয়ে করেননি তিনি
--------------------------------------------------------

তিনি বলেন, পুলিশ মসজিদের ভেতরে আল-কিবলি ও মারওয়ানি অংশের কোনো ধরনের সংস্কার কাজ করতে নিষেধ করেছে।

আল-দিব আরও বলেন, তারা এমনকি ওই সংস্কার কাজের দায়িত্বে থাকা ব্যক্তিকে আটক করার হুমকি দিয়েছে।

বিশ্বের প্রায় ২শ কোটি মুসলিম আল-আকসা মসজিদকে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করে। তবে ইহুদিরা এটিকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে মনে করে। তাদের দাবি এই স্থানেই প্রাচীন সময়ে ইহুদিদের দুইটি টেম্পল অবস্থিত ছিল।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম দখল করে নেয় তেল আবিব।

মধ্যপ্রাচ্য সঙ্কটের মূল কারণ হচ্ছে জেরুজালেমে অবস্থিত এই আল-আকসা মসজিদ। ইসরায়েল ও ফিলিস্তিন উভয়েই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে থাকে। তবে ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিভিক্ত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে। এরপর থেকেই অধিকৃত গাজা উপত্যকা, পশ্চিম তীর, বেথেলহেমসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তবে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা এই সমস্যার সমাধান করা যেতে পারে। যদিও ইসরায়েল এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করে পুরো জেরুজালেমকেই নিজেদের রাজধানী হিসেবে দাবি করে।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইহুদিদের ধর্মীয় উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা করবে না ইসরায়েল’
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ
এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবানন
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh