• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিশু নিহতের ঘটনায় ফের উত্তপ্ত কাশ্মির

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ অক্টোবর ২০১৬, ১৮:৫৭

পুলিশের ছররা গুলিতে ১২ বছরের শিশু নিহতের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠলো ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কারফিউ জারি করা হয়েছে শ্রীনগরের নানা এলাকায়। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শুক্রবার সন্ধ্যায় বাড়িতে অবস্থানরত শিশু জুনায়েদ আহমেদ পুলিশের ছররা গুলিতে মারাত্নকভাবে আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এরপর শ’ শ’ মানুষ জুনায়েদের মরদেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ করেন। সরকারবিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। শ্রীনগরের একটি ঈদগাহ মাঠে তার মরদেহ নিয়ে যাবার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh