• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারত পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জানুয়ারি ২০১৮, ১৮:০৪

ভারতে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছয় দিনের সফরে স্থানীয় সময় রোববার বিকেলে স্ত্রী সারাকে নিয়ে দেশটিতে পৌঁছান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিমানবন্দরে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে মোদি ইসরায়েল সফরে গেলে তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান নেতানিয়াহু।

১৫ ও ১৬ জানুয়ারি মোদিসহ মন্ত্রিসভার শীর্ষ পর্যায়ের কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু। এছাড়া দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। এরপর ১৭ জানুয়ারি নেতানিয়াহু মুম্বাইয়ে ‘চাবার হাউস’-এ যাবেন।

ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমন জানিয়েছেন, নেতানিয়াহুর সফরে দেশ দুটির মধ্যে তথ্যপ্রযুক্তি, কৃষি, বাণিজ্য ও জলবায়ু বিষয়ে আলোচনা হবে।

ভারত সফর শেষে ১৮ জানুয়ারি দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। দীর্ঘ ১৫ বছর পর ভারত সফরে এলেন ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজ, মানতে হবে যেসব সতর্কতা
২৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
X
Fresh