• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ অক্টোবর ২০১৬, ১১:২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে সাইবার হামলার জন্য রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে দায়ী করলো মার্কিন সরকার। বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গেল জুলাইয়ে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কংগ্রেসের কম্পিউটার থেকে ১৯ হাজারেরও বেশি ই-মেইল হ্যাক করা হয়। এর জন্য রাশিয়াকে দায়ী করে আসছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এবং মার্কিন কর্মকর্তারা।

তবে প্রথমবারের মতো ওবামা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ তোলা হলো শুক্রবার দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের যৌথ বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তারা এ তথ্য ফাঁস করার সঙ্গে জড়িত।

তবে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের রাশিয়াবিরোধী মনোভাবেরও নিন্দা জানানো হয়।

এফএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh