• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি নারীদের জন্য প্রথম গাড়ির শোরুম

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:৪৭

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের জন্য গাড়ির একটি শোরুম চালু করা হয়েছে। ওই শোরুমটি নারী কর্মীদের দ্বারা পরিচালিত হবে। এখান থেকে নিজেদের পছন্দ মতো গাড়ি কিনতে পারবে দেশটির নারীরা।

বৃহস্পতিবার জেদ্দার পশ্চিম রেড সি পোর্ট শহরের একটি শপিং মলে শোরুমটি চালু করেছে একটি সৌদি প্রাইভেট কোম্পানি। আগামী জুন থেকে দেশটিতে নারীরা গাড়ি চালাতে পারবে। এর প্রায় পাঁচ মাস আগে ওই শোরুমটি চালু করা হলো।

এদিকে গাড়ি কেনার ক্ষেত্রে সৌদি নারীদের আর্থিক সমস্যার কথাও ভাবছে শোরুম চালু করা এই কোম্পানি। তাই নারীদের জন্য শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের ব্যবস্থা করবে কোম্পানিটি।

তেল সমৃদ্ধ দেশটিতে আরো অটোমোবাইল শোরুম চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।