• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তেহরানের জন্য এটা শেষ সুযোগ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জানুয়ারি ২০১৮, ১১:০২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরমাণু ইস্যুতে তিনি শেষবারের মতো ইরানকে ছাড় দিচ্ছেন। তার ভাষায় ইউরোপ ও আমেরিকা যাতে ওই পরমাণু চুক্তির ‘মারাত্মক ত্রুটিগুলো’ শুধরে নিতে পারেন এজন্য তিনি তেহরানকে সময় দিচ্ছেন। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত দলিলে সই করার পর তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরো ১২০ দিনের জন্য শিথিল থাকবে।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা তাদের শেষ সুযোগ। ওই বিবৃতিতে তিনি বলেছেন, যদি কোনো সময় আমার মনে হয় সেরকম কোনো চুক্তিতে পৌঁছানো অসম্ভব তাহলে তাৎক্ষণিকভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে যাবো। নিষেধাজ্ঞা স্থগিত রাখার দিনেও আলাদাভাবে ইরানের ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি।

আরও পড়ুন-