• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আত্মীয়ের বাসায় খেয়ে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৯

আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে মারা গেছেন নয় জন। এমনটা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।

উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ৬১ কিলোমিটার পূর্বে অবস্থিত বারাবাঙ্কী জেলার থাল খুর্দ-গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘লক্ষ্ণৌয়ের ট্রাউমা সেন্টারে নয় জন মারা গেছেন। এই লোকগুলো তাদের আত্মীয়ের বাড়িতে খাবার খেয়ে অসুস্থ হলে তাদের লক্ষ্ণৌয়ের ট্রাউমা সেন্টারে নিয়ে আসা হয়।’

তিনি আরো বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে দেশটির বিহার রাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের জন্য দেয়া খাবার খেয়ে ২২ শিশুর মৃত্যু হয়েছিল। ওই শিশুদের মৃত্যুর জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তি দাবিও করা হয়েছিল। ওই ঘটনায় শোক প্রকাশ করে প্রতিটি শিশুর পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
X
Fresh