• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৮, ১৭:২২

আট বছরের শিশুকে ধর্ষণ ‍ও হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে সমাবেশে গুলি চালিয়েছে পুলিশ। এ গুলিতে নিহত হয়েছেন দুইজন।

বুধবার বিক্ষোভকারীরা পাকিস্তানের পাঞ্জাবের কাসুর শহরে পুলিশ প্রধান কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর স্কাই নিউজ।

মঙ্গলবার ওই শিশুর মরদেহ তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের ময়লার ভাগাড়ে পাওয়া যায়। এর কয়েকদিন আগে মক্তব থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়েছিলো। ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিক্ষোভকারী ও তার পরিবারের অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ।

কাসুরের পুলিশ জানায়, গত দুই বছরে এ ধরনের ১২টি হত্যাকাণ্ড ঘটেছে। পাঁচটি হত্যাকাণ্ডে জড়িত এক সন্দেহভাজনকে আটক করেছে তারা।

এছাড়া আরো ৯০ সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরমে শিশুর যত্নে যা করবেন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
X
Fresh