• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্প থেকে ১০ পয়েন্ট বেশি অপরাহের

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৮, ১২:০৪

যদি আজই ভোট গ্রহণ হয়, তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১০ পয়েন্টে হারিয়ে দিতেন মিডিয়া মোঘল ও মানবাধিকার কর্মী অপরাহ উইনফ্রে। রাসমুসেন রিপোর্টস নামে আমেরিকান একটি পুলিং কোম্পানির চলতি সপ্তাহে একটি সমীক্ষায় এ তথ্য জানিয়েছে।

সমীক্ষায় আগামী ২০২০ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প এবং অপরাহ উইনফ্রে থাকলে ফলাফল কী রকম হবে, সেটি অনুমান করা হয়।

সমীক্ষায় জানা যায়, ৪৮ শতাংশ আমেরিকান অপরাহকে ভোট দিতেন, আর ট্রাম্প পেতেন ৩৮ শতাংশ ভোট। ডেমোক্রেটদের ৭৬ ভাগ এবং স্বতন্ত্র ভোটারদের ৪৪ ভাগ ভোট পাবেন অপরাহ।

অপরদিকে, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ৬৬ শতাংশ রিপাবলিকান এবং ৩৮ ভাগ স্বতন্ত্র ভোটারের ভোট পাবেন।

এমনকি ট্রাম্পের দল রিপাবলিকানদের কাছ থেকেও ২২ শতাংশ ভোট পেতেন অপরাহ।

অপরদিকে, শুধু ১২ শতাংশ ডেমোক্রেট মনে করেন ট্রাম্পের ক্ষমতায় থাকা উচিত।

সর্বমোট ১৪ শতাংশ ভোটার প্রার্থী নিয়ে অনিশ্চিত থাকবেন।

ডেমোক্রেট, আফ্রিকান-আমেরিকান, অ-নিবন্ধিত ভোটার, নারী এবং তরুণ ভোটারদের কাছ থেকে অপরাহ উইনফ্রে বেশি ভোট পেতেন।

সম্প্রতি গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে অপরাহ উইনফ্রের ভাষণের পর বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হয়। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবার নানা পেশা, নানা মতের ১ হাজার জন সম্ভাব্য ভোটারের মতামত নেয়া হয়। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি অপরাহকে সহজেই হারিয়ে দিতে পারবেন।

কেএইচ/এমকে

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh