• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সুইজারল্যান্ডে আটকেপড়া ১৩ হাজার পর্যটক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জানুয়ারি ২০১৮, ২২:০৩

সুইজারল্যান্ডে ছুটি কাটাতে এসে আটকে দেশটির কয়েকটি পর্যটন স্থানে ভয়াবহ তুষারপাতে আটকা পড়েছেন হাজার হাজার পর্যটক। এরইমধ্যে ১৩ হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরো একশো ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। খবর দ্য গার্ডিয়ান।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, স্কি এবং হাইক করার জায়গাগুলোকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী এলাকার গ্রামগুলোর বাসিন্দাদের ঘর থেকে বের হতে নিষিদ্ধ করা হয়েছে।

ভালাইস প্রদেশে অবস্থিত সকল রিসোর্টগুলোকে তুষারপাতের ফলে সৃষ্ট ধ্বসের বিষয়ে সতর্ক করতে স্থানীয় পত্রিকাগুলোকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও প্রতি আধ-ঘণ্টা পরপর রিসোর্টগুলো পরিদর্শন করা হচ্ছে বলে নিশ্চিত করেন তারা।

দেশটির আবহাওয়া অধিদপ্তর বরফ ও তুষারপাতের বিষয়টি অনেকদিন ধরে চলবে বলে জানিয়েছে। যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হলেও সংশ্লিষ্ট এলাকাগুলো ব্যবহার না করার জন্য পরামর্শ দিয়েছেন তারা।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
নোবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবে ৭ হাজার ৭৬৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী  
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে পর্যটকের মৃত্যু
X
Fresh