• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাজার হাজার পর্যটক আটকা পড়েছে সুইজারল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জানুয়ারি ২০১৮, ১৯:৪৮

সুইজারল্যান্ডের কয়েকটি পর্যটন স্থানে ভয়াবহ তুষারপাতে আটকা পড়েছে হাজার হাজার পর্যটক । এছাড়া স্কি রিসোর্ট হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকা থেকে পর্যটকরা ফিরতে পারছে না। খবর বিবিসি।

দেশটির প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে সর্বোচ্চ নিরাপদ স্থানে অবস্থান নিতে। কারণ যেকোনো মুহূর্তে তুষারধস ঘটে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

কয়েকটি এলাকায় গত সোমবার ১ মিটার পুরু তুষার জমেছে।

স্থানীয় আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার আরো ১ মিটার পুরু তুষার জমতে পারে।

জানা গেছে, শুধু জারমাট এলাকাতেই ১৩ হাজারের বেশি পর্যটক অবরুদ্ধ হয়ে পড়েছে।

উল্লেখ্য, ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছে কানাডা। গত ২ জানুয়ারি কুইবেকের লা গ্রান্ডেতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। শুধু কুইবেকে নয় আলবার্টা, অন্টারিওসহ চার প্রদেশেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এটি।

আরও পড়ুন-

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh