• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতের ২২ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ অক্টোবর ২০১৬, ১২:০৬

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ভারতের রাজধানী দিল্লিসহ ৪ রাজ্যের ২২টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দিল্লি ছাড়া অন্য রাজ্যগুলো হলো- জম্মু-কাশ্মির, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট। গোয়েন্দা সংস্থার তথ্যে এসব রাজ্যের সীমান্তেও জারি করা হয়েছে কড়া সতর্কতা।

এছাড়া দ্য সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো সব রাজ্যের বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে পুলিশ প্রধানের কাছে লিখিত অবেদন করেছেন। এতে বিমানবন্দরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী অথবা সংসদীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানানো হয়েছে।

একইসঙ্গে রাজ্যের বেসরকারি বিমান সংস্থাগুলোকেও একই ধরনের নিরাপত্তা সতর্কতা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে বিমানবন্দরে আগতদের তল্লাশি, তাদের বাগ, পার্কিং এবং বিমানবন্দরের যাত্রী পরিবহনে কড়া পর্যবেক্ষণেরও কথা বলা হয়।

হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে এমনিতেই ভারতে সর্বোচ্চ নিরাপত্তা জারি রয়েছে। এর ওপর কাশ্মিরের উরিতে ১৯ সেনা নিহতের পর গত সপ্তাহে পাকিস্তানে ভারতের চালানো সার্জিক্যাল স্ট্রাইকের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এ ধরনের নিরাপত্তা সতর্কতা দেয়।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh