• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মমতার বিরুদ্ধে আসামে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জানুয়ারি ২০১৮, ২০:৩৩

ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনশিপ (এনআরসি) নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর আসামে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তিনটি অভিযোগই গ্রহণ করে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) রুজু করেছে।

শুক্রবার তার বিরুদ্ধে আসামের লতাশিল থানায় দুটি এবং দিসপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

বিজেপি নেতা বিজন মহাজনের নেতৃত্বে কয়েকজন আইনজীবী লতাশিল থানায় মমতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অপরটি দায়ের করেন আসাম প্রদেশ তৃণমূলের সাবেক প্রধান মুখপাত্র কৈলাস শর্মা।

দিসপুর থানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কৃষক শ্রমিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে।

এই বিষয়ে মমতা বলেছেন, এক কোটিরও বেশি মানুষকে যদি বৈধ নাগরিকত্বের তালিকা থেকে বাদ দিয়ে দেয়া হয়, তবে কি আমি মুখ খুলব না? বারবার বলব, একশো বার বলব। এত মানুষ কোথায় যাবে?

জবাবে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা লোকদের পশ্চিমবঙ্গে থাকার ব্যবস্থা করে দেয়া হচ্ছে। শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগে তাদের নাম জড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের রাজ্যের আইনশৃঙ্খলা সামলান।

গত বুধবার বীরভূমের জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আসামে বাঙালিদের গায়ে হাত পড়লে আমি ছেড়ে কথা বলব না।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh