• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আলেপ্পোর নিয়ন্ত্রণ ছাড়ছে বিদ্রোহীরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ অক্টোবর ২০১৬, ১০:১৪

গেলো ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয় সরকার অলেপ্পোয় শক্ত অবস্থানে রয়েছে। সরকারি বাহিনী রুশ বিমান হামলার সহায়তায় অলেপ্পোর গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে। কিছু দিনের মধ্যে আলেপ্পোর পুরো নিয়ন্ত্রণ নিতে পারবে বলে আশা করছে বাশার সরকার।

ফ্রন্ট লাইন পেরিয়ে সেনাবাহিনী বিদ্রোহীদের আলেপ্পো ছেড়ে যাবার একটি সুযোগ দেয়।

তার আগে সেখানে চালানো হয় ব্যাপক বিমান হামলা।

সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের যে প্রস্তাব দিয়েছে তাতে বলা হয়েছে, বিদ্রোহীরা যদি আলেপ্পো ছাড়তে রাজি হয় তবে তাদের নিরাপদ রাস্তা ও ত্রাণ দেয়া হবে।

বিদ্রোহীদের দখল থেকে আলেপ্পো মুক্ত করতে বর্তমানে সিরিয়া সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে তাতে ইরান সমর্থিত বেসামরিক বাহিনীরও সহায়তা রয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh