• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাজ্যের আকাশে উল্কা!

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৮, ১৩:১২

গেলো বছরের শেষ রাতে যুক্তরাজ্যের আকাশে একটি চলন্ত উজ্জ্বল আলো দেখা গেছে। ওই আলো ইংল্যান্ড ও স্কটল্যান্ডের হাজার হাজার মানুষ দেখেছে। তবে ওটা কিসের আলো তাৎক্ষণিকভাবে সেটা জানা না গেলেও অনেকে বলছেন এটা ছিল উল্কাপিণ্ড।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা একটি বেশ বড় উল্কাপিণ্ড দেখতে পেয়েছি। ওই বস্তুটির বড় একটি লেজ ছিল। আর ওটা জ্বলার সময় রঙ পরিবর্তন করছিল। সাদা থেকে হলুদ তারপর সবুজ। এটা দেখার মতো ছিল।

আরেকজন প্রত্যক্ষদর্শী লি ওয়েলস টুইটারে লিখেন, বড় সবুজ একটা বস্তুর চমৎকার দৃশ্য দেখেছি। গতকাল সাড়ে ৫টার সময় ওয়ারউইকশায়ারের আকাশের ওপর দিয়ে ওই বস্তুটি অতিক্রম করছিল।

ব্রুক নামের আরেক প্রত্যক্ষদর্শী লিখেছেন, আকাশ জুড়ে নীল আলোর রেখা দেখা গেছে। তবে ওটা আতশবাজি ছিল না।

নিউক্যাসেল থেকেও ওই বস্তুটি দেখা যাওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাজ্যের মেটিওয়র নেটওয়ার্ক জানিয়েছে, ৩১ ডিসেম্বর, ২০১৭ সালের রাতে বড় একটি জ্বলন্ত উল্কাপিণ্ড দৃশ্যমান হয়েছে।

আমরা এ সংক্রান্ত পাঁচ শতাধিক রিপোর্ট পেয়েছি। অনেকেই সবুজ রঙের ওই বস্তুটি দেখতে পেয়েছেন। তবে ওই উল্কাপিণ্ডটি খুব ধীরে এগোচ্ছিল।

ওই উজ্জ্বল উল্কাপিণ্ডটি সাড়ে ১৭ ঘণ্টাব্যাপী দেখা গেছে বলেও জানাচ্ছে সংস্থাটি।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি
বাংলাদেশিদের জন্যে স্কলারশিপসহ সুবর্ণ সুযোগ দিলো যুক্তরাজ্য
কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ
X
Fresh