• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৯, পলাতক ৮০

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৮, ০৯:০৫

ব্রাজিলের পুলিশ জানিয়েছে, দেশটির গইয়াস প্রদেশের একটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। কর্মকর্তারা বলছেন, জেলখানায় বিরোধী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিরোধী পক্ষ এসময় একজনের মাথা কেটে নিয়েছে বলেও জানাচ্ছেন তারা। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, কারাগারটিতে গোলাগুলির ঘটনায় শতাধিক বন্দি পালিয়ে গেছে। তবে তারা বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

গইয়াস প্রদেশের রাজধানী গইয়ানিয়াকে একটি জেলখানায় নতুন বছরের প্রথম দিন দুপুরের দিকে এই সংঘর্ষ শুরু হয়।

পালিয়ে যাওয়ার পর প্রায় ৩০ জনকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ৮০ জনের মতো বন্দি এখনো পলাতক রয়েছে।

কারাগারটির একজন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হ্রিলনার ব্রাগা আনানিয়াস বলেছেন, বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এদিকে প্রদেশটির প্রিজন ওয়াডারস এ্যাসোসিয়েশনের প্রধান জরিমার বাস্তোস বলেছেন, ওইদিন মাত্র পাঁচজন কর্মকর্তা জেলের দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, ওই কারাগারে প্রায় নয়শ কারাবন্দি রয়েছে।

ব্রাজিলে প্রায়ই জেলখানায় দাঙ্গার ঘটনা ঘটে থাকে। এজন্য অতিরিক্ত কারাবন্দি ও কম লোকবলকে দায়ী করা হয়।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh