• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

তুরস্কের সেনাপ্রধানকে উদ্ধার

অনলাইন ডেস্ক
  ১৬ জুলাই ২০১৬, ১৩:৪১

তুরস্কের সেনা প্রধান জেনারেল হুলুসি আকারকে উদ্ধার করা হয়েছে। আঙ্কারার উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি সামরিক বিমান বিভাগের কার্যালয় থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে তুর্কি সিএনএন এর বরাত দিয়ে জানায় বিবিসি।

খবরে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জেনারেল হুলুসিকে উদ্ধার করা হয়। তিনি এখন নিরাপদে আছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে সেনা অভ্যুত্থানের শুরুর দিকে হুলুসিকে জিম্মি করা হয়।

দেশটির সামরিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ৭০০ জনের বেশি সৈন্যকে চাকরীচ্যুত করার ঘোষণা দেয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের কর্নেল ও জেনারেল পদ কেড়ে নেয়া হয়েছে।

এদিকে, বিদ্রোহী সেনাদের তরফ থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে এএফপি জানায়, বিদ্রোহীরা এখনও তাদের অভ্যুত্থানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের কার্যক্রম চালু রাখবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh