• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাত হাজার ভারতীয় ওয়েবসাইট হ্যাক

অনলাইন ডেস্ক
  ০৫ অক্টোবর ২০১৬, ১৬:২৫

সাত হাজারেরও বেশি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে পাকিস্তানি হ্যাকাররা। মঙ্গলবার পাকিস্তানি হ্যাকারদের পক্ষ থেকে হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর নামের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া বুধবার এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের হ্যাক্সরস ক্রু নামের একটি হ্যাকিং গোষ্ঠীর পক্ষ থেকে ভারতের ৭,০৭০টি ওয়েবসাইট হ্যাক করার দাবি করা হয়েছে। প্রত্যেকটি ওয়েবসাইটে হ্যাকিং গ্রুপটির লোগো এবং একটি গান যুক্ত করে দেয়া হয়েছে। গানটির কথা হলো- ‘অ্যায় ওয়াতান তেরা ইশারা আগায়া, আর সিপাহিকো পুকার আগায়া......’ (হে জাতি, আমরা তোমাদের সংকেত পেয়েছি, প্রত্যেক সেনা তার ডাক পেয়েছে....)’। ‘তুম নে সোচা থা, হাম নে কর দেখায়া (তোমরা ভেবেছিলে, আমরা করে দেখিয়েছি) । এর আগে টাটা মোটরস, এআইএডিএমকে এবং তাজমহলের ওয়েবসাইট হ্যাক করেছিল ওই পাকিস্তানি হ্যাকার গ্রুপটি। তবে মঙ্গলবার তারা ভারতীয় কর্তৃপক্ষকে সতর্ক করে জানায়, সামনে আরও আরও হ্যাক হবে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh