• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ায় রাশিয়ার প্রথম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৫ অক্টোবর ২০১৬, ১৬:২২

সিরিয়ায় প্রথমবারের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-থ্রি হানড্রেড মোতায়েন করলো রাশিয়া। গেলো রোববার সিরিয়ার উপকূলীয় নগরী তারতুস বন্দরে রুশ নৌঘাঁটিতে নিজ ভূখণ্ডের বাইরে প্রথম ক্ষেপণাস্ত্র পাঠানোর সত্যতা নিশ্চিত করে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ব্যবস্থা কারো জন্যই হুমকি নয়। বরং আকাশ থেকে ওই নৌঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ। সিরিয়া সংকট নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ব্যবস্থা নেয়া হয়।

সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে একসঙ্গে কাজ করছিল যুক্তরাষ্ট্র-রাশিয়া। তবে জিহাদিদের ওপর বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ এনে গেলো সোমবার রাশিয়ার সঙ্গে চলমান শান্তি আলোচনা স্থগিত করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ফের হুমকিতে সিরিয়ার স্থিতিশীলতা।

ডিএইচ/এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh