• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনার বন্দরে বিস্ফোরণে এক কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:০০

চীনের সিওএফসিও ইন্টারন্যাশনাল কোম্পানির মালিকানাধীন আর্জেন্টিনার একটি বন্দরে বিস্ফোরণে এক কর্মী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের কারণ জানা না গেলেও এই ঘটনার পর উন্নত ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়েছে বন্দরটির শ্রমিক ইউনিয়নগুলো।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যায়, সিওএফসিও বর্ণিত ৫২ হাজার স্কয়ার মিটার খাদ্যশস্য প্রসেসিং প্ল্যান্টটি থেকে ঘন কালো ধোঁয়া বের হয়ে আসছে। এই প্ল্যান্ট আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশে পারানা নদীর তীরবর্তী শিপিং হাব ড্রোসারিওর একটি অংশ।

কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়েছে, সিওএফসিও ইন্টারন্যাশনাল ড্রোসারিওর পুয়ের্তো হেনেরাল সান মার্তিনে তাদের বন্দরের লোডিং অংশে একটি বিস্ফোরণে ঘটেছে বলে নিশ্চিত করছে। বিস্ফোরণে এক কর্মী নিহত ও আরো আটজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। বন্দরের ক্ষতিগ্রস্ত অংশটি বন্ধ করে দিয়ে কোম্পানির পক্ষ থেকে একটি ‘পূর্ণ তদন্ত’ শুরু করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

এই বন্দর দিয়ে আর্জেন্টিনায় উৎপাদিত খাদ্যশস্যের একটি বড় অংশ বহির্বিশ্বে রপ্তানি হয়।

কে/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
মার্চে সড়কে ঝরেছে ৫৫০ প্রাণ
X
Fresh