• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাজ্যের কাছাকাছি রাশিয়ার যুদ্ধ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬

যুক্তরাজ্যের কাছাকাছি অবস্থান করছে রাশিয়ার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরসকোভ। জাহাজটির ওপর ব্রিটিশ রণতরী এইচএমএস সেইন্ট আলবানস নজর রেখেছে বলে জানিয়েছে ব্রিটেনের রাজকীয় নৌবাহিনী।

রয়্যাল নেভির তরফ থেকে এক বিবৃতি জানানো হয়েছে, যুক্তরাজ্যের জলসীমায় নতুন রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরসকোভের ওপর নজর রাখতে ২৩ ডিসেম্বর এইচএমএস সেইন্ট আলবানসকে ডাকা হয়।

চিফ অব ডিফেন্স স্টাফ, এয়ার চিফ মার্শাল স্যার স্টুয়ার্ট পিচ বলেন, যুক্তরাজ্য ও ন্যাটোকে যোগাযোগের লাইনগুলোর সুরক্ষা দেয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া উচিত।

তিনি বলেন, যদি এসব লাইন কাটা পড়ে বা এতে যদি কোনো বিঘ্ন ঘটে তবে তা অর্থনীতিতে অবিলম্বে এবং সম্ভাব্য বিপর্যয়মূলক আঘাত হানবে। এই ক্যাবলগুলো আড়াআড়িভাবে বিভিন্ন দেশ এবং মহাদেশকে যুক্ত করে রেখেছে।

প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন বলেন, আমাদের জলসীমা রক্ষায় বা যেকোনো ধরনের আগ্রাসনের মোকাবেলায় আমি একটুও সংকোচ করব না।

তবে এ বিষয়ে রাশিয়ার তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
মস্কো হামলায় নিহত বেড়ে ১৪৩
মস্কো হামলায় নিহত বেড়ে ১১৫
X
Fresh