• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়া ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ অক্টোবর ২০১৬, ০৯:৫৭

সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে দ্বি-পক্ষীয় আলোচনা স্থগিত করল যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বিষয়ক রুশ-মার্কিন যৌথ কমান্ড সেক্টরে দায়িত্বে থাকা মার্কিন কর্মকর্তাদেরও সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

আলেপ্পোয় রুশ বিমান হামলা অব্যাহত থাকায় এ সিদ্ধান্ত নেয়ার কথা সোমবার বিবৃতিতে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মাধ্যমে মূলত ভেস্তে গেলো রুশ-মার্কিন মধ্যস্থতায় সিরিয়ার শান্তি আলোচনা।

তবে এ সিদ্ধান্তে দেশটিতে উভয় দেশের জঙ্গি-বিরোধী অভিযানে প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে প্লুটোনিয়াম নিস্ক্রিয়করণ চুক্তি স্থগিত করার পরই এমন পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন।

এদিকে সিরিয়ার হাসাকা প্রদেশের একটি বিয়েবাড়িতে আইএসের আত্মঘাতি বোমা হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছে অন্তত ২২ জন। তাল তাওয়িল গ্রামের ওই বাড়িতে আইএসবিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এক সদস্যের বিয়ের অনুষ্ঠান চলছিল।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh