• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্র-রাশিয়া প্লুটোনিয়াম ধ্বংস চুক্তি স্থগিত

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ অক্টোবর ২০১৬, ০৯:৫৪

প্লুটোনিয়াম ধ্বংসে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার চুক্তি স্থগিত করল রাশিয়া। সোমবার ডিক্রি সই করে এ চুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ‍মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তি অনুসারে দু’দেশ অস্ত্র তৈরির উপাদান প্লুটোনিয়াম ধ্বংসের বিষয়ে প্রতিশ্রুতিশীল ছিল। তবে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে টানাপোড়েন এবং যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন না করায় এ সিদ্ধান্ত নেয় রাশিয়া।

এ ব্যাপারে দিমিত্রি পেসকভ জানান, দীর্ঘদিন ধরে রাশিয়া এককভাবে এ চুক্তি বাস্তবায়ন করছে যা আর সম্ভব হচ্ছে না।

২০০০ সালে যুক্তরাষ্ট্র-রাশিয়া প্লুটোনিয়াম চুক্তি স্বাক্ষর হয়। যা কার্যকর হয় ২০১০ সালে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh