• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেনা অভ্যুত্থানের চেষ্টা বিশ্বাসঘাতকতা : এরদোগান

অনলাইন ডেস্ক
  ১৬ জুলাই ২০১৬, ১০:১৪

তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে দাবি করে দেশটির প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান বলেছেন, এটি 'বিশ্বাসঘাতকতা।’ রাস্তায় নেমে এই অভ্যুত্থানের প্রতিবাদ জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সেনা অভ্যুত্থানের খবর পেয়ে এরদোগান রাজধানী আঙ্কারায় চলে আসেন। অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট এরদোগান ছুটি কাটাচ্ছিলেন অবকাশ যাপন কেন্দ্র মারমারিসে। সেখান থেকে দ্রুত তিনি প্রধান নগরী ইস্তাম্বুলে ফিরে আসেন।

সেনাবাহিনীর এক অংশের এই অভ্যুত্থানকে রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট। অভ্যুত্থানকারীরা দেশটির সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে এমন দাবিকে প্রত্যাখ্যান করে তিনি জানান, এখনও তুরস্কের আগের সরকারই বলবৎ রয়েছে।

এদিকে তুরস্কের এই সামরিক অভ্যুত্থানের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সাধারণ মানুষকে গণতান্ত্রিক সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh