• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চিলিতে ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১২:৩৩

চিলির দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন নিখোঁজ রয়েছেন। শনিবার ভোরে দেশটির হ্রদ এলাকার প্রত্যন্ত গ্রাম ভিলা সান্তা লুসিয়ায় এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

ওই এলাকাটি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় এক হাজার একশ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেখানে একটি জাতীয় উদ্যান আছে। যা পর্যটকদের পছন্দের জায়গা।

নিহতদের মধ্যে চারজন চিলির নাগরিক ও একজন পর্যটক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ওই পর্যটকের নাম ও নাগরিকত্ব প্রকাশ করা হয়নি।

ঘটনার পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন চিলির প্রেসিডেন্ট মিশেল বাচেলেট।

ভূমিধসের পর ওই এলাকায় কয়েক হাজার মানুষ আটকা পড়েছেন। আর বিদ্যুৎ না থাকায় পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা।

প্রেসিডেন্ট বাচেলেট বলেছেন, ভিলা সান্তা লুসিয়া গ্রামের লোকজনকে রক্ষার জন্য যা যা করা দরকার, তার সবকিছু করার জন্য উদ্ধারকর্মীদের নির্দেশ দিয়েছি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার আগের ২৪ ঘণ্টায় ওই এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

আটকা পড়াদের হেলিকপ্টারে করে নিকটবর্তী চাইদেন শহরে নিয়ে যাওয়া হয়েছে। আর জীবিতদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
সহজেই বানিয়ে নিন চিকেন-৬৫
ফিলিপাইনে ভূমিধসে ৫ জনের মৃত্যু
হেলিকপ্টার বিধ্বস্তে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত
X
Fresh