• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কফির কাপে সেলফিচিনো!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:১৯

কফির কাপে শিল্প নতুন কিছু নয়। বিভিন্ন রকমের আকাঁবুকি কেবল দক্ষ ব্যারিস্টারাই করতে পারেন। তবে সম্প্রতি সেন্ট্রাল লন্ডনের একটি কফি শপে ভিন্ন এক শিল্পকর্ম করছে কফির কাপে। রিপল মেকার নামে নতুন এক সিস্টেম ব্যবহার করে তারা কফির কাপেই আঁকছে ক্রেতার ছবি। যেটিকে বলা হচ্ছে সেলফিচিনো।

থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সঙ্গে কফির নির্যাস থেকে প্রাকৃতিক কালির ব্যবহার করে এ চিত্র আঁকা হয়।

রিপল অ্যাপ ব্যবহার করে ক্রেতা ডিজাইন নিজের পছন্দ মতো তৈরি করাতে পারবেন। শুধু নিজের ছবিই না, ক্রেতা চাইলে নিজের ভালোবাসার মানুষের ছবিও আঁকাতে পারবেন কফির মধ্যে।

রিপলের কনটেন্ট লাইব্রেরি থেকে ছবি নেয়া যাবে বা ক্রেতারা ক্যামেরায় ছবি তুলে দিতে পারবে। পরে সেই ছবিকে ফোম আর্টে বদলে ফেলা হবে।

এমনকি ছবি এডিট করার সুযোগও রয়েছে। রয়েছে স্কেল ও ফিল্টার করার। আবার চাইলে লেখাও যুক্ত করা যাবে ওই কফি আর্টে।

এ প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠান স্টিম সিসি বলছে, একটি ছবি প্রিন্ট করতে ১০ সেকেন্ডের কম সময় লাগে।

কফি কাপের সাইজের সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয়ভাবে ছবি ছাপা হয়।

বর্তমানে একটি রিপল মেকারের দাম ৯৯৯ ডলার।

স্টিম সিসির সিইও ইয়োসি মেসুলাম বলেছেন, সোশ্যাল মিডিয়া লাত্তে আর্ট সবচেয়ে বেশি শেয়ার হয়। কিন্তু আমরা লাত্তে আর্টকে নতুন এক মাত্রা দিচ্ছি।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh