• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আগামী নির্বাচনে একাই লড়বেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:৩৮

রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রুশ প্রেসিডেন্ট বলেন, ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেব। যেসব রাজনৈতিক দল ও সংগঠন আমার আদর্শ ধারণ করে এবং আমার ওপর বিশ্বাস রাখে, তাদের সমর্থন আশা করছি।

এছাড়া রুশ জনগণ এবং রাজনৈতিক দল ও সুশীল সমাজের কাছ থেকে ব্যাপক সমর্থন আশা করছি বলেও উল্লেখ করেন তিনি।

ভ্লাদিমির পুতিন বলেন, নির্বাচনী প্রচারণার পরিকল্পনা বাস্তবিক অর্থে প্রস্তুত আছে। তবে তার নির্বাচনী প্রচারণার দায়িত্ব কে পালন করবেন তা তিনি উল্লেখ করেননি।

এর আগে গত ৬ ডিসেম্বর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা জানান ভ্লাদিমির পুতিন। আগামী বছরের মার্চে দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার একটি মতামত গবেষণা কেন্দ্রের সবশেষ জরিপে দেখা যায়, শতকরা ৮০ ভাগ রুশ জনগণ পুতিনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে তৈরি আছেন।

২০১২ সালে ইউনাইটেড রাশিয়া দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন পুতিন। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বর্তমানে দলটির সভাপতি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যা জানালেন পুতিন
পুতিনের নির্বাচন দেখতে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি
রাশিয়ার প্রেসিডেন্ট নিবার্চনে প্রার্থী হলেন পুতিন
প্রধানমন্ত্রীকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন
X
Fresh