• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান কাতারের

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:০৬

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান জানিয়েছে কাতার।

বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলওয়া আল খাতের বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এর পরিণাম সম্পর্কে সতর্ক করছে কাতার।

আল খাতের বলেন, আন্তর্জাতিক ফোরাম ইতোমধ্যে ট্রাম্পের অবস্থানকে প্রত্যাখ্যান করেছে।

বুধবার ইস্তানবুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সিদ্ধান্তকে বাতিল করে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা হয়।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ৫৭ সদস্যের ওআইসি মুসলিম বিশ্বের সমষ্টিগত কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন ট্রাম্প। এছাড়া তিনি কয়েকদশকের নীতি ভেঙে যুক্তরাষ্ট্রের দূতাবাস ওই শহরে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন।

ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায় পূর্ব জেরুজালেমকে। কিন্তু ইসরায়েল গোটা জেরুজালেমই তাদের এবং শহরটি বিভক্ত হবে না বলে দাবি করছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই দাবির স্বীকৃতি দেয়নি।

আরব লিগ ও ওআইসির সঙ্গে কাতারের দৃঢ় বন্ধনের কথা উল্লেখ করে খাতের বলেন, ওয়াশিংটনের নীতির পরিবর্তনের পরও যেন জেরুজালেমের ব্যাপারে জাতিসংঘের সিদ্ধান্ত বহাল থাকে সেজন্য এই দুটি পর্যায় থেকেই কাজ করব আমরা।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh