• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতিসংঘের বাজেটে ২৫০ মিলিয়ন ডলার কর্তনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৫২

আগামী ২০১৮-২০১৯ অর্থবছরে জাতিসংঘের মূল বাজেট থেকে ২৫০ মিলিয়ন ডলার কর্তনের প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। খবর দক্ষিণ আফ্রিকাভিত্তিক সানডে টাইমসের।

জাতিসংঘের বাজেট নিয়ে সাধারণ অধিবেশনের কমিটিতে আলোচনা চলছে। এ মাসেই এটি পাশ হবে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বিগত ২০১৬-২০১৭ বাজেটের চেয়ে ২০০ মিলিয়ন কম করার প্রস্তাব করেছেন। ওই অর্থবছরে জাতিসংঘের বার্ষিক বাজেট ছিল ৫৪০ কোটি ডলার।

তবে কূটনীতিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরো ২৫০ মিলিয়ন অর্থ কমানোর এ প্রস্তাব অসম্ভব। কেননা বাজেটের এই ৫ শতাংশ কমতি অনেক বড় ব্যাপার।

জাতিসংঘের বাজেটে শীর্ষ অর্থ সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। দেশটি জাতিসংঘের মূল বাজেটের ২২ শতাংশ দিয়ে থাকে।

কূটনীতিকরা বলছেন, লিবিয়া, আফগানিস্তান ও ফিলিস্তিনের রাজনৈতিক মিশনগুলোকে টার্গেট করে এই বাজেট কমানো হয়ে থাকতে পারে।

তবে জাতিসংঘের মিশনগুলো এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি কোনো ধরনের প্রতিক্রিয়াও দেখায়নি তারা।

ইউরোপীয় ইউনিয়নও বাজেট থেকে ১৭০ মিলিয়ন ডলার কমানোর প্রস্তাব দিয়েছে।

একজন কূটনীতিক বলেছেন, এটা একটা ধ্রুপদী খেলা। আপনি এ ধরনের বাজেট আলোচনায় দুই পক্ষ দেখতে পাবেন। একপক্ষে আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যারা বাজেট কমাতে চায় আর অপরপক্ষে আছে সারা বিশ্ব যারা চায় এটা না হোক।

জাতিসংঘের পরিচালনা বাজেট আর শান্তিরক্ষা মিশনের বাজেট পৃথক। চলতি বছরই ট্রাম্প প্রশাসনের চাপে শান্তিরক্ষা মিশনের বাজেট থেকে ৬০০ মিলিয়ন ডলার কর্তন করতে হয়েছে।

এমন এক সময় জাতিসংঘের বাজেট কমানো কথা বলা হচ্ছে যখন মহাসচিব গুতেরেস সংস্থাটির আমলাতান্ত্রিক জটিলতা সংস্কারের চেষ্টা চালাচ্ছেন।

গেলো সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ট্রাম্প অভিযোগ করেন যে, ‘আমলাতান্ত্রিক জটিলতা ও অব্যবস্থাপনার’ কারণে জাতিসংঘ তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, এ ধরনের ফলাফলের ভিত্তিতে আমরা বাড়তি বিনিয়োগের কোনো মানে দেখি না।

বিশ্বজুড়ে ৪০ হাজার লোক জাতিসংঘে কাজ করছেন।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
২৭ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস
X
Fresh