• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ফের ইরানে ভূমিকম্পে আহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৭

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। বুধবার ভোরে দেশটির কেরমান প্রদেশের হোজাদক নগরীতে শক্তিশালী এ ভূমিকম্পে অন্তত ৫৫ জন আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ১। খবর সিনহুয়ার।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে আইআরআইবি টেলিভিশন এ কথা জানিয়েছে।

ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে ৩০ দশমিক ৮৩৭২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৫৭ দশমিক ২৭৩১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে।

মঙ্গলবার হোজাদক শহরে ৬ দশমিক ২ মাত্রার অপর একটি ভূমিকম্পে ১৮ জন আহত হয়।

২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে দুটি ভূমিকম্প আঘাত হানায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে স্থানীয়রা বাড়ির বাইরে রাত কাটায়।

প্রাকৃতিক এই দুর্যোগে আশপাশের কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে ইরাক- ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছিল দুই শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের কমপক্ষে আটটি গ্রাম । আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শারপল-ই যাহাব শহর।

এপি /এন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
কেএনএফের আরও ৩ নারী সহযোগী গ্রেপ্তার
X
Fresh